Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা

শিক্ষা প্রতিষ্ঠানের নাম:

একতার পুর মাধ্যমিক বিদ্যালয়।

সংক্ষিপ্ত বর্ণনা  :

বিদ্যালয়টি ১৯৯৩ ইং সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে মোট ৩ টি ভবন একটি খেলার মাঠ আছে। এর দক্ষিনে বার বাজার পূর্বে পাঁচ কাহুনিয়া পশ্চিমে রোস্তম আলী এবং উত্তরে চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পূর্ব পঞ্চিম দিয়া চিত্রা নদী প্রবাহিত এবং একতার পুর বাজার ।

প্রতিষ্ঠাকাল :

১/০১/১৯৯৩ ইং

ইতিহাস :

একতার পুর, দেবরাজপুর ফরিয়াদ কাটি, জটার পাড়া, ঘোপপাড়া, গয়াসপুর, পারখির্দ্দা, গ্রামের জনগনের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রয়োজনে এলাকার জনগন বিদ্যালয়টি প্রতিষ্ঠি করেন ২০০৭-২০০৮ অর্থ বছরে ৩৪০০০০০ টাকার বিল্ডিং স্থাপিত হয়।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা :

২৮৪ জন।

ছাত্র ছাত্রীর সংখ্যা(শ্রেণী ভিত্তিক) :

৬ষ্ট শ্রেনী-৭৪ জন, ৭ম শ্রেনী -৫৮ জন, ৮ম শ্রেনী -৫৮ জন, ৯ম শ্রেনী -৫১ জন, ১০ম শ্রেনী -৪৩ জন।

পাশের হার :

২০১০ ইং সালের পাশের হার ৯৫%।

শিক্ষক ও কর্মচারীর তালীকা :

১। বিনয় কুমার রায় প্রধান শিক্ষক, ২। মোঃ আশরাফ আলী সহকারী  শিক্ষক, ৩। মোঃ সিরাজুল ইসলাম ধর্মীয় শিক্ষক, ৪। মোঃ সোহরাব হোসেন গনিত শিক্ষক, ৫। মোঃ হাফিজুর রহমার ক্রীড়া শিক্ষক, ৬। মোঃ দলিলুর রহমান সহকারী শিক্ষক, ৭। মোঃ সহিদুল ইসলাম সহকারী শিক্ষক,  ৮। মোঃ নওয়াব আলী কৃষি শিক্ষক, ৯। মোঃ ফরিদুল ইসলাম সহকারী শিক্ষক, ১০। কৃষ্ণা রাণী বিশ্বাস সহকারী লাইব্রেরীয়ান, ১১। মোঃ আইতাল হোসেন অফিস সহকারী, ১২। মোঃ বছির উদ্দিন ৪র্থ শ্রেণী, ১৩। মোঃ আকতার হোসেন ৪র্থ। 

বর্তমান পরিচালনা কমিটির তথ্য :

১। মোঃ জাহাঙ্গীর আলম সভাপতি, ২। বিনয় কুমার রায় সম্পাদক প্রধান শিক্ষক, ৩। মোঃ সোহরাব হোসেন শিক্ষক প্রতিনিধি, ৪। মোঃ ফরিদুল ইসলাম শিক্ষক প্রতিনিধি, ৫। মোঃ মোক্তার আলী অভিভাবক সদস্য, ৬। মোঃ সোহরাব হোসেন অভিভাবক সদস্য, ৭। মোঃ তবিবর রহমান অভিভাবক সদস্য, ৮। মোঃ আব্দুস সোবহান বিশ্বাস অভিভাবক সদস্য, ৯। মোছাঃ পারুল বেগম অভিভাবক সদস্য, ১০। আলহাজ্ব মোঃ  আব্দুস সোবহান বিশ্বাস দাতা সদস্য, ১১। মোঃ আব্দুল আজিজ বিদ্যোৎসাহী সদস্য, ১২। মোঃ মশিয়ার রহমান প্রতিষ্ঠাতা সদস্য।

বিগত ৫ বছরের সমাপনী/

২০০৭ সালে ৫১.২২%,২০০৮ সালে-৫০.০০%,২০০৯ সালে-৮৪.২১%,২০১০ সালে-৮১.০৮%,২০১১ সালে-৭৩.৮১%।

পাবলকি পরিক্ষার ফলাফল :

 

শিক্ষকা  বৃত্তির তথ্য :

৬ষ্ট শ্রেনী-১৭ জন, ৭ম শ্রেনী -১৪ জন, ৮ম শ্রেনী -১৫ জন, ৯ম শ্রেনী -৬ জন, ১০ম শ্রেনী -৯ জন, মোট ৬১ জন ছাত্র/ছাত্রী।

অর্জন :

ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র/ছাত্রী অধ্যায়ন ও ২০১১ সালে A+ পাওয়া।

ভবিষ্যৎ পরিকল্পনা :

বিদ্যালয়টি ভবিষ্যতে একটি মডেল বিদ্যালয় হিসাবে গড়ে তুলতে চাই।

যোগাযোগ(ইমেল এড্রেস সহ) :

মোবাঃ ০১৭১৯-৬৩১১৮৮

 

 

শিক্ষা প্রতিষ্ঠানের নাম:

দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় ।

সংক্ষিপ্ত বর্ণনা  :

গ্রামঃ দুলাল মুন্দিয়া, ডাকঘরঃ খোর্দ্দ রায়গ্রাম,উপজেলাঃ কালীগঞ্জ, জেলাঃ ঝিনাইদহ।

প্রতিষ্ঠাকাল :

১৯৭৩ ইং

ইতিহাস :

১৯৭৩ সালে অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ শিক্ষা বিস্তারের জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।প্রথমে বিদ্যালয়টি ০৩ কক্ষ বিশিষ্ট চাটায়ের বেড়া ও টিনের ছাবড়া দ্বারা শুরু হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানটি ০২ কক্ষ বিশিষ্ট ১টি দ্বিতল ভবন,০৩ কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন,০৪ কক্ষ বিশিষ্ট একটি আধা পাকা ভবন,ছাত্র ছাত্রী ও শিক্ষকদের পৃথক শৌচাগার ও ০২টি নলকূপ আছে।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা :

২৩১ জন।

ছাত্র ছাত্রীর সংখ্যা(শ্রেণী ভিত্তিক) :

৬ষ্ঠ শ্রেনী-৬৫ জন, ৭ম শ্রেনী -৫৫ জন, ৮ম শ্রেনী -৩৫ জন, ৯ম শ্রেনী -৪৯ জন, ১০ম শ্রেনী -২৭ জন।

পাশের হার :

বিদ্যালয়ে ২০১১ সালের বার্ষিক পরীক্ষার পাশের হার ৯৫%

শিক্ষক ও কর্মচারীর তালীকা :

১।মোঃ নওশের আলী প্রধান শিক্ষক,২।মোঃ মনিরুজ্জামান সহকারী প্রধান শিক্ষক,৩।মোঃ হাসানুল মাহমুদ সিনিয়র শিক্ষক,৪। মোছাঃ সুমনা আক্তার কৃষি শিক্ষিকা,৫।মোঃ মাছুদুর রহমান ধর্মীয় শিক্ষক(ইসলাম),৬।মোঃ রিয়াজ উদ্দিন সিনিয়র শিক্ষক,৭।ফাতেমা খানম সহকারী শিক্ষক,৮।মোঃ নাজমুল ইসলাম কম্পিউটার শিক্ষক, ৯।এস,এম,আক্তারুজ্জামান সহকারী শিক্ষক, ১০।মাজহারুল ইসলাম সহকারী গ্রন্থাগারিক, ১১।বংশীবদন দাশ অফিস সহকারী, ১২।সন্তোষ কুমার দপ্তরী, ১৩।মোঃ জমির আলী নৈশ্য প্রহরী।

বর্তমান পরিচালনা কমিটির তথ্য :

১।মোঃ ইসরাইল হোসেন সভাপতি,২।মোঃ আব্দুল মালেক সহ: সভাপতি,৩।মোঃ নূর আলী বিদ্যুৎসাহী সদস্য,৪।মোঃ আব্দুল কাদের অভিভাবক সদস্য,৫।মোঃ আব্দার আলী অভিভাবক সদস্য,৬। মোঃ আব্দুল আলীম অভিভাবক সদস্য,৭। অনিতা রাণী বিশ্বাস মহিলা সদস্য,৮। মোঃ হাসানুল মাহমুদ শিক্ষক প্রতিনিধি,৯। মোঃ মাছুদুর রহমান শিক্ষক প্রতিনিধি,১০। মোছাঃ সুমনা আক্তার মহিলা শিক্ষক প্রতিনিধি,১১। মোঃ নওশের আলী প্রধান শিক্ষক(সম্পাদক)।

বিগত ৫ বছরের সমাপনী/

 

পাবলকি পরিক্ষার ফলাফল :

এস,এস,সি-২০১১-৫৩.১৩%,জে,এস,সি-২০১১-৮১.৮২%

শিক্ষকা  বৃত্তির তথ্য :

-

অর্জন :

৪০ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্ম কালীন ক্রীড়া প্রতি যোগীতা ২০১১ চ্যাম্পিয়ান,জাতীয় স্কুল ফুটবল টুনামেন্ট ২০১১ রানাস আপ ।

ভবিষ্যৎ পরিকল্পনা :

ভবিষ্যতে বিদ্যালয়টি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার পরিকল্পনা আছে।

যোগাযোগ(ইমেল এড্রেস সহ) :

dulanmundiaschool@gmail.com

 

 

 

শিক্ষা প্রতিষ্ঠানের নাম:

বি,আই,জি,বি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়।

সংক্ষিপ্ত বর্ণনা  :

এলাকার ছেলে মেয়েদের শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে ও নারী শিক্ষার উন্নয়নের লক্ষে ৪টি গ্রামের মানুষের সমবেত প্রচেষ্টায় অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাকাল :

২০০৩ সাল ইং

ইতিহাস :

এলাকার মানুষের দীর্ঘ দিনের আশা আকাঙ্খার ফলশ্রতি ২০০৩ সালে বিদ্যাঃ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর বিদ্যালয়টি অনেক চড়াই উতরাই পেরিয়ে কালীগঞ্জের অন্যতম প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা :

২৪৯ জন।

ছাত্র ছাত্রীর সংখ্যা(শ্রেণী ভিত্তিক) :

৬ষ্ট শ্রেনী-৫৪ জন, ৭ম শ্রেনী -৬৫ জন, ৮ম শ্রেনী -৫৪ জন, ৯ম শ্রেনী -৪৪ জন, ১০ম শ্রেনী -৩২ জন।

পাশের হার :

 ৯৮%।

শিক্ষক ও কর্মচারীর তালীকা :

১।মোঃ গোলাম কিবরিয়া প্রধান শিক্ষক, ২। মোঃ নুরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক, ৩। মোঃ মশিয়ার রহমান সহকারী শিক্ষক, ৪। মোঃ মনিরুজ্জামান ধর্মীয় শিক্ষক, ৫। মোঃ জাহিদুল ইসলাম খাঁ কৃষি শিক্ষক, ৬। মোঃ অশোক কুমার শরীর চর্চা শিক্ষক, ৭। শান্তনু নন্দী কাব্যতীর্থ শিক্ষক,  ৮। মৃনাল কান্তি ঘোষ সহকারী শিক্ষক, ৯। মোঃ আখিদুল ইসলাম অফিস সহকারী, ১০। মোঃ রবিউল ইসলাম দপ্তরী, ১১।মোঃ আশরাফুল ইসলাম নৈশ্য প্রহরী। 

বর্তমান পরিচালনা কমিটির তথ্য :

১। মোঃ জাহাঙ্গীর আলম সভাপতি, ২। মোঃ গোলাম কিবরিয়া সম্পাদক প্রধান শিক্ষক, ৩। মোঃ সোহরাব হোসেন শিক্ষক প্রতিনিধি, ৪। মোঃ মনিরুজ্জামান শিক্ষক প্রতিনিধি, ৫। মোঃ আনোয়ার হোসেন অভিভাবক সদস্য, ৬। মোঃ বাহাজ্জেল হোসেন অভিভাবক সদস্য, ৭। বাবু নিরোদ কুমার সাহা অভিভাবক সদস্য, ৮।বাবু অসিত কুমার নন্দী অভিভাবক সদস্য, ৯। মোঃ সিরাজ খাঁ বিদ্যুৎসাহী সদস্য।

বিগত ৫ বছরের সমাপনী/

 

পাবলকি পরিক্ষার ফলাফল :

২০১০ সালে-৯০.৯১%, ২০১১ সালে-৫৫% এস,এস,সি।

শিক্ষকা  বৃত্তির তথ্য :

৬ষ্ট শ্রেনী-১১ জন, ৭ম শ্রেনী -১৩ জন, ৮ম শ্রেনী -১৩ জন, ৯ম শ্রেনী -৯ জন, ১০ম শ্রেনী -৭ জন।

অর্জন :

জুনিয়র বৃত্তি সহ এস,এস,সি পরীক্ষায় A+ পাওয়া ও ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া।

ভবিষ্যৎ পরিকল্পনা :

বিদ্যালয়টি ভবিষ্যতে একটি মডেল বিদ্যালয় হিসাবে গড়ে তুলতে চাই।

যোগাযোগ(ইমেল এড্রেস সহ) :

মোবাঃ ০১৭২১-০০৫৪৬৪,EMAIL-bigbschool@gmail.com

 

শিক্ষা প্রতিষ্ঠানের নাম:

বি,এইচ,এ,বি আগমুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় ।

সংক্ষিপ্ত বর্ণনা  :

১৯৯৩ সালে বুজরুক মুন্দিয়া,হাজিপুর মুন্দিয়া,আগমুন্দিয়া ও বুজিডাঙ্গামুন্দিয়া এই ৪ গ্রামের শিক্ষানুরাগী সমাজ সেবীগন ১.৫০ শতক জমির উপর ১ লক্ষ টাকা ব্যয়ে প্রথম ৬ষ্ঠ-৮ম শ্রেণী হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাকাল :

২রা জানুয়ারী ১৯৯৩ ইং সাল।

ইতিহাস :

বিদ্যালয়টি ৭ নং রায়গ্রাম ইউনিয়নের আগমুন্দিয়া গ্রামে প্রতিষ্ঠিত এর উত্তরে দুলাল মুন্দিয়া পূর্বে ভাতঘরা ও দক্ষিণে রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা :

৩০৬ জন।

ছাত্র ছাত্রীর সংখ্যা(শ্রেণী ভিত্তিক) :

৬ষ্ঠ শ্রেনী-৮৩ জন, ৭ম শ্রেনী -৮২ জন, ৮ম শ্রেনী -৭৩ জন, ৯ম শ্রেনী -৪২ জন, ১০ম শ্রেনী -২৬ জন।

পাশের হার :

৭০.৪৪%

শিক্ষক ও কর্মচারীর তালীকা :

১।মোঃ আব্দুল কাদির বিশ্বাস প্রধান শিক্ষক, ২।মোঃ মুনসুর আহম্মদ সহকারী প্রধান শিক্ষক, ৩।মোঃ আব্দুল বারী সিনিয়র শিক্ষক, ৪। মোঃ ইসহাক আলী সিনিয়র শিক্ষক, ৫।মোঃ আব্দুস সালাম সিনিয়র শিক্ষক, ৬।মোছাঃ নাজমুন নাহার সিনিয়র শিক্ষক, ৭।মোঃ মহসীন আলী সিনিয়র শিক্ষক,৮।মোঃ শমসের আলী সিনিয়র শিক্ষক, ৯।মোঃ সিরাজুল ইসলাম সিনিয়র শিক্ষক, ১০। মোঃ হাবিবুর রহমান সিনিয়র শিক্ষক,১১। মোঃ মুজিবুর রহমান সিনিয়র শিক্ষক, ১২।মোছাঃ নার্গীস আক্তার সহঃ শিক্ষিকা, ১৩।মোঃ আজদুর রহমান সহকারী গ্রন্থাগারিক, ১৪। মোছাঃ রওশন আরা পারভীন অফিস সহকারী, ১৫।মোঃ হাফিজুর রহমান পিয়ন, ১৬।মোঃ আসলাম হোসেন নৈশ্য প্রহরী।

বর্তমান পরিচালনা কমিটির তথ্য :

১।মোঃ জহুরুল সভাপতি, ২। মোঃ আব্দুল কাদির বিশ্বাস প্রধান শিক্ষক সম্পাদক, ৩।মোঃ রেজাউল করিম প্রতিষ্ঠাতা সদস্য, ৪।মোঃ শহিদুল ইসলাম দাতা, ৫।ডাঃ মোঃ মিজানুর রহমান বিদ্যুৎসাহী সদস্য, ৬। মোঃ গোলাম মোস্তফা অভিভাবক সদস্য, ৭। মোঃ গোলাম রব্বনী অভিভাবক সদস্য, ৮।মোঃ ইব্রাহিম খলিল অভিভাবক সদস্য, ৯। মোঃ আব্দুল লতিফ অভিভাবক সদস্য, ১০। মোছাঃ শামছুন নাহার অভিভাবক সদস্য, ১১।মোঃ আঃ ছালাম শিক্ষক প্রতিনিধি,১২। মোঃ মহসীন আলী শিক্ষক প্রতিনিধি, ১৩।মোসাঃ নার্গীস আকতার শিক্ষক প্রতিনিধি।

বিগত ৫ বছরের সমাপনী/

 

পাবলকি পরিক্ষার ফলাফল :

৮ম ৭২.৪১%,এস,এস,সি-৭৪.৫০%।

শিক্ষকা  বৃত্তির তথ্য :

৬ষ্ট শ্রেনী-১৬ জন, ৭ম শ্রেনী -১৬ জন, ৮ম শ্রেনী -১২ জন, ৯ম শ্রেনী -৭ জন, ১০ম শ্রেনী -৭ জন।

অর্জন :

বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী প্রত্যাশিত,শিক্ষার মান সন্তোসজনক,পরিবেশ মনোরম, সমুন্নত।

ভবিষ্যৎ পরিকল্পনা :

 বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয়ে রপান্তরিত করা।

যোগাযোগ(ইমেল এড্রেস সহ) :

০১৭৪৮-৯৩১৩২৩

 

 

শিক্ষা প্রতিষ্ঠানের নাম:

ভাতঘরা-দয়াপুর মাধ্যমিক বিদ্যালয়।

সংক্ষিপ্ত বর্ণনা  :

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ৭নং রায়গ্রাম ইউনিয়নের অন্তর্গত ভাতঘরা গ্রামে ১৯৮৯ সালের ১লা ফেব্রুয়ারী অত্র এলাকার শিক্ষার মান উন্নয়ন তথা নারী শিক্ষার বিস্তারের লক্ষে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাকাল :

০১/০২/১৯৮৯ ইং

ইতিহাস :

ভাতঘরা,দয়াপুর,দেবরাজপুর,ফরিয়াদকাটি,জটার পাড়া,বুজিডাঙ্গামুন্দিয়া, প্রভৃতি গ্রামের জনগনের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রয়োজনে এলাকার সচেতন মহল ১৯৮৮ সালের নভেম্বর মাসে সভায় জনাব আফসার উদ্দীন,মেগুরখির্দ্দা বিদ্যালয়টি স্থাপনের জন্য জমি দান করার জন্য সকলের উদ্দেশ্যে আহব্বান করেন ।উক্ত আহব্বানে সাড়া দিয়ে জনাব মুন্সী সহর আলী ও জনাব মোঃ আব্দুস সামাদ সাড়া দিয়ে তাদের ভাতঘরা মৌজায় নিজস্ব তফশিলভুক্ত ১.১৬ একর জমি দানের ঘোষনা দেন এবং বিদ্যালয়ের অনুকুলে দান মূলে রেজিষ্ট্রেশন করে দেন। উক্ত সভায় উপস্থিত সাধারন জনগন স্বেচ্ছায় প্রনোদিত হয়ে তারা অন্যান্য উপকরণ সাধ্যানুযায়ী প্রদান করবেন।সকলের প্রচেষ্টায় ০১/০২/১৯৮৯ ইং সনে ছাত্র/ছাত্রী ভর্তীসহ বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।পরে বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খুলনা অঞ্চল,খুলনা কর্তৃক নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে স্বীকৃতী লাভ করে।এবয পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক বিঙ্গান ও সমাজ বিঙ্গান বিভাগ সহ মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক স্বীকৃতী লাভ করে।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা :

২০৮ জন।

ছাত্র ছাত্রীর সংখ্যা(শ্রেণী ভিত্তিক) :

৬ষ্ট শ্রেনী-৫১ জন, ৭ম শ্রেনী -৪২ জন, ৮ম শ্রেনী -৪২ জন, ৯ম শ্রেনী -৩৭ জন, ১০ম শ্রেনী -৩৬ জন।

পাশের হার :

৭৫%

শিক্ষক ও কর্মচারীর তালীকা :

১। মোঃ শহিদুল ইসলাম প্রধান শিক্ষক, ২।অশোক কুমার সিংহ সহকারী প্রধান শিক্ষক, ৩। তপন কুমার বিশ্বাস গনিত শিক্ষক, ৪। অশোক কুমার ঘোষ সহঃ শিক্ষক, ৫। মোঃ মতিউর রহমান সহঃ শিক্ষক, ৬।মোছাঃ ছাম্মৎ নাছিমা সুলতানা সহকারী শিক্ষক, ৭। সুচিত্র রানী সহকারী শিক্ষক,  ৮। মোঃ শহিদুল ইসলাম কৃষি শিক্ষক, ৯। মোঃ আব্দুল আজিজ সহঃ শিক্ষক, ১০।মোছাঃ মারজিয়া খাতুন কম্পউটার শিক্ষক, ১১। মোঃ গোলাম রসুল সহঃ গ্রন্থগারিক, ১২। মোঃ আব্দুর রহমান করনিক, ১৩। মোঃ রেজাউল করিম দপ্তরী, ১৪।। মোঃ আব্দুস শুকুর শরীর চর্চা শিক্ষক।

বর্তমান পরিচালনা কমিটির তথ্য :

১। মোঃ আব্দুস সামাদ সভাপতি, ২। মোঃ শহিদুল ইসলাম সদস্য সচিব প্রধান শিক্ষক, ৩। অশোক কুমার ঘোষ শিক্ষক প্রতিনিধি, ৪। মোঃ আব্দুল আজিজ শিক্ষক প্রতিনিধি, ৫। মোঃ নাছিমা সুলতানা মহিলা অভিভাবক সদস্য, ৬। মোঃ শাহাজান আলী অভিভাবক সদস্য, ৭। মোঃ জাহাঙ্গীর হোসেন অভিভাবক সদস্য, ৮। মোঃ সাহেব আলী  অভিভাবক সদস্য, ৯। মোঃ মহিউদ্দীন অভিভাবক সদস্য, ১০।মোঃ নাসরীন নাহার অভিভাবক সদস্য, ১১। মোঃ আব্দুস সামাদ প্রতিষ্ঠাতা সদস্য, ১২। মোঃ আশরাফুল ইসলাম দাতা,১৩। মোঃ খায়রুল উসলাম বিদ্যুৎসাহী সদস্য।

বিগত ৫ বছরের সমাপনী/

 

পাবলকি পরিক্ষার ফলাফল :

 

শিক্ষকা  বৃত্তির তথ্য :

৬ষ্ট শ্রেনী-৯ জন, ৭ম শ্রেনী -৯ জন, ৮ম শ্রেনী -১০ জন, ৯ম শ্রেনী -৮ জন, ১০ম শ্রেনী -৭ জন।

অর্জন :

২০১১ সালে জি,পি,এ ৫ পাওয়া।

ভবিষ্যৎ পরিকল্পনা :

শিক্ষকার মান উন্নয়নের পরিকল্পনা গ্রহন ও বাস্ত বায়ন এবং সমাপনী ও পাবলীক পরীক্ষার গুনগত মান বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ।

যোগাযোগ(ইমেল এড্রেস সহ) :

bdsskaligonj@yahoo.com,     Mob:01718-943876

 

 

শিক্ষা প্রতিষ্ঠানের নাম:

রায়গ্রাম বাণীকান্ত মাধ্যমিক বিদ্যালয় ।

সংক্ষিপ্ত বর্ণনা  :

অত্র বিদ্যালয়টি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ,থানাধীন খোর্দ্দ রায়গ্রাম নামক গ্রামে চিত্রা নদীর পাড় সংলগ্ন সিংগী বাজার সন্নিকটে অত্যন্ত মনোরম সবুজ ঘেরা সুন্দর পরিবেশে অবস্থিত বিদ্যালয়টি কলিকতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী স্বীকৃতিপ্রাপ্ত, নং এস ৫০৪৩ তাং ১৭/১০/১৯৪৭ ইং

 

             

প্রতিষ্ঠাকাল :

০২/০১/১৯৩০ ইং সাল।

ইতিহাস :

পাক ভারত উপমহাদেশের স্বদেশী আন্দোলন চলাকালীন সময়ে ১৯২১  সালে স্বদেশী আন্দোলনের নেতা হিসাবে লালা রাজেন্দ্র প্রসাদ (লালা বাবু)সংগঠনিক কাজ পরিচালনার জন্য অত্র গ্রামে আসেন।অত্র গ্রামটি ছিল লালা বাবুর বন্ধু নগেন্দ্র নাথ সেনের পৈত্রিক জন্ম স্থান। ভারতীয় উপমহাদেশে নগেন্দ্র নাথ সেন ছিলেন বাঙ্গালিদের মধ্যে প্রথম কলিকাতা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ। শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে লালা বাবু নগেন্দ্রনাথ সেন,কুমারেশ চন্দ্র,শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়,দীনবুন্ধ ব্যানার্জী,বিশ্বেসর দত্ত,প্রমুখ ব্যক্তি বর্গের সহযোগীতায় বানীকান্ত সেনের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা :

৩৯৩ জন।

ছাত্র ছাত্রীর সংখ্যা(শ্রেণী ভিত্তিক) :

৬ষ্ঠ শ্রেনী-৭৬ জন, ৭ম শ্রেনী -৯৪ জন, ৮ম শ্রেনী -৯৪ জন, ৯ম শ্রেনী -৫৬ জন, ১০ম শ্রেনী -৭৩ জন।

পাশের হার :

জে,এস,সি-৭৬%

শিক্ষক ও কর্মচারীর তালীকা :

১।মোঃ খায়রুল ইসলাম প্রধান শিক্ষক, ২।ফরিদা ইয়াসমীন সহকারী প্রধান শিক্ষক, ৩।কাজী নুরন্নবী শিক্ষক, ৪।মোঃ মহিউদ্দীন বিশ্বাস সিনিয়র শিক্ষক, ৫।মোছাঃ কামরুন্নাহার সিনিয়র শিক্ষক,৬। অর্পনা রানী সরকার সিনিয়র শিক্ষক, ৭।সাধন কুমার রায় কৃষি শিক্ষক, ৮।মোঃ জহুরুল ইসলাম গনিত শিক্ষক, ৯।অনন্ত কুমার সাহা সিনিয়র হিন্দুধর্মীয় শিক্ষক, ১০।নওশের আলী সিনিয়র শিক্ষক, ১১। মোঃ খায়রুল হক শরীর চর্চা শিক্ষক, ১২।পলাশ কুমার মুখার্জী গ্রন্থাগারিক, ১৩।নন্দ দুলাল চক্রবর্তী করনিক, ১৪।কাজি আব্দুল বারী দপ্তরী, ১৫।মোঃ আব্দার রহমান নৈশ্য প্রহরী।

বর্তমান পরিচালনা কমিটির তথ্য :

১।জনাব বিশ্বনাথ ভট্রাচার্য সভাপতি, ২।প্রধান শিক্ষক সদস্য সচিব(পদাধিকার বলে), ৩।জনাব কাজী নুরন্নবী শিক্ষক প্রতিনিধি, ৪।জনাব মোঃ খায়রুল হক শিক্ষক প্রতিনিধি, ৫।জনাব মোছাঃ কামরুন নাহার শিক্ষক প্রতিনিধি, ৬।জনাব মোঃ দাউদ হোসেন অভিভাবক সদস্য, ৭।জনাব মোঃ কায়ুম আলী খাঁন অভিভাবক সদস্য, ৮।জনাব তপন কুমার ঘোষ অভিভাবক সদস্য, ৯।জনাব স্বপন কুমার রায় অভিভাবক সদস্য, ১০।জনাব মাধবী লতা বিশ্বাস মহিলা অভিভাবক সদস্য, ১১।জনাব রবীন্দ্রনাথ সেন প্রতিষ্ঠাতা।

বিগত ৫ বছরের সমাপনী/

 

পাবলকি পরিক্ষার ফলাফল :

৬০ জনের মধ্যে পাশ ৫৫ জন,৯১.৬৭%  ২০১১ সাল এস,এস,সি

শিক্ষকা  বৃত্তির তথ্য :

৪২% গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে দেওয়া হয়।

অর্জন :

বিদ্যালয়ের শিক্ষার মান সন্তোসজনক।প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলীর তত্বাবধানে সার্বীক ফলাফল কৃতিত্বপূর্ণ।

ভবিষ্যৎ পরিকল্পনা :

অত্র বিদ্যালয়টিকে কালীগঞ্জ থানার শীর্ষস্থানীয় বিদ্যালয়ে রুপান্তর সহ একটি মডেল বিদ্যালয়ে রপান্তরিত করা।

যোগাযোগ(ইমেল এড্রেস সহ) :

raigram bks@gmail.com ,  mob.01711-125980