Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)

 

শিক্ষা প্রতিষ্ঠানের নাম:

আসাদুজ্জামান হোসনিন কেয়া বাগান আদর্শ কলেজ

সংক্ষিপ্ত বর্ণনা  :

কেয়া বাগান আদর্শ কলেজ নামে ২০০৪ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০০৫/২০০৬ শিক্ষাবর্ষ থেকে ছাত্র/ছাত্রী ভর্তী করা হয়। কলেজ টি ২০০৯ সালে ছাত্র ছাত্রী ভর্তি ও পাঠ দানের অনুমতি পায়।এবং ০১-০৭-১০ ইং তারিখে কলেজ টি একাডেমিক স্বীকৃতি পায়। কলেজ টি বর্তমানে এম,পি,ও ভূক্তির প্রাক্রিয়াধীন আছে।

প্রতিষ্ঠাকাল :

২০০৪ সাল ইং।

ইতিহাস :

কলেজটি ঢাকা -খুলনা মহাসড়কের সাথে অবস্থিত। কলেজটি ৪৩১৩ বর্গফুট। রুম সংখ্যা ৯ টি, জমির পরিমান-১.১৭ একর। কলেজ টি পাকা  ও আধা পাকা।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা :

৪৭১ জন।

ছাত্র ছাত্রীর সংখ্যা(শ্রেণী ভিত্তিক) :

একাদশ শ্রেণী ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী -১৩৩ জন, দ্বাদশ শ্রেণী ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী -১৪৯ জন,অনিয়মিত ছাত্র/ছাত্রীর সংখ্য ১৮৯ জন।

পাশের হার :

২০১০ সালে পাশের হার ৫১.৬০% এবং ২০১১ সালে পাশের হার ৫২.৫০%।

শিক্ষক ও কর্মচারীর তালীকা :

১। মোঃ রেজাউল ইসলাম অধ্যক্ষ, ২। বি,এম,জামাল উদ্দীন প্রভাষক, ৩। মোঃ জামরি হুসাইন প্রভাষক, ৪। খন্দকার আনোয়ারুল কবীর প্রভাষক, ৫। মোঃ রফিকুল ইসলাম প্রভাষক, ৬। মোঃ আঃ রশিদ প্রভাষক, ৭। মোছাঃ আফরোজা খাতুন প্রভাষক, ৮। মোছাঃ রেবেকা সুলতানা প্রভাষক, ৯। মোছাঃ আনজুমান আরা বেগম প্রভাষক, ১০। পরিতোষ কুমার দাস প্রভাষক, ১১। মোঃ তরিকুল ইসলাম প্রভাষক, ১২। মোঃ সাইফুল ইসলাম প্রভাষক,১৩। মোঃ এরসাদ আলী প্রভাষক, ১৪। প্রদীপ কুমার সাহা প্রভাষক, ১৫। মোছাঃ নাজনীন নাহার প্রভাষক, ১৬। মোঃ আসাদুল ইসলাম কম্পিউটার শিক্ষক, ১৭। মোঃ আসাদুল ইসলাম ক্রীড় শিক্ষক,  ১৮। মোঃ আশরাফুল ইসলাম গ্রন্থাগারিক, ১৯। মোঃ বাহাউল আলম হিসাব রক্ষক, ২০। মোঃ বাবলুর রহমান অফিস সহকারী, ২১। মোঃ খলিলুর রহমান এম,এল,এস,এস, ২২।মোঃ শফিকুর রহমান এম,এল,এস,এস,২৩। মোঃ মনিরুজ্জামান এম,এল,এস,এস, ২৪। আঞ্জুয়ারা বেগম আয়া।

বর্তমান পরিচালনা কমিটির তথ্য :

১। জনাব, মোঃ জহুরুল ইসলাম সভাপতি,২। জনাব, মোঃ আব্দুস সামাদ সদস্য দাতা, ৩। জনাব, মোঃ গোলাম সরোয়ার সদস্য ৪। জনাব, মোঃ গোলাম রব্বনী সদস্য ৫। জনাব, মোঃ রেজাইল করিম অধ্যক্ষ সদস্য সচিব।

বিগত ৫ বছরের সমাপনী/

 

পাবলকি পরিক্ষার ফলাফল :

২০১০ সালে পরীক্ষার্থীর সংখ্যা- ৪৭ জন। পাশ-২৪ জন।২০১১ সালে পরীক্ষার্থীর সংখ্যা-১৬২ জন পাশ-৮৪ জন।

শিক্ষকা  বৃত্তির তথ্য :

৪৮ জন

অর্জন :

পরীক্ষার ফলাফল সন্তোষ জনক।

ভবিষ্যৎ পরিকল্পনা :

ভবিষ্যতে কারিগরী (B.M) শাখা, ডিগ্রী ও অর্নাস পর্যায় শাখা খোলার পরিকল্পনা আছে।

যোগাযোগ(ইমেল এড্রেস সহ) :

 

ছবি মেইন গেট :